রবিবার, নভেম্বর ২৪

সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। তবে, সেজন্য চাপমুক্ত হয়ে খেলতে চান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, ইনজুরির কারণে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় খেলতে না পারলেও ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভালো খেলতে আশাবাদী অধিনায়ক ইয়ন মরগান। ওল্ড ট্রাফোর্ডে দু’দলের ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১ টায়। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। তবে, সেজন্য চাপমুক্ত হয়ে খেলতে চান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, ইনজুরির কারণে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় খেলতে না পারলেও ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভালো খেলতে আশাবাদী অধিনায়ক ইয়ন মরগান। ওল্ড ট্রাফোর্ডে দু’দলের ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১ টায়।লাল বলের লড়াই শেষে সাদা বলের যুদ্ধ। ৪৮ ঘন্টার ব্যাবধানে এলিট ক্রিকেট ছেড়ে ক্ষুদ্র ফরম্যাটে খেলার চ্যালেঞ্জ। চার ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের আগে মাঠে তাই এমন নতুন জার্সি পরেই হাজির পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড রঙ্গীন পোশাকে খেলে ফেললেও পাকিস্তানের এই প্রথম। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই হয়তো ইংল্যান্ডের সামনে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান।টেস্ট সিরিজ ১-০ তে জিতে নেয়ায় মনোবলে এগিয়ে ইংলিশরাই। তার উপর নিজেদের মাটিতে সব সময় বড় প্রতিপক্ষ থ্রি-লায়নরা। মঈন আলী-আদিল রশিদরা টেস্টে সুযোগ না পাওয়া ক্ষুদ্র সংস্করণ তাদের প্রমাণের মঞ্চ। তার উপর ইনজুরির কারণে খেলতে পারছেন না জেসন রয়। একাদশে নেই পেসার জফরা আর্চার ও জস বাটলাররাও। ইয়ন মরগান বলেন, পাকিস্তান টি-টোয়েন্টির জন্য ভয়ানক দল। ওদের এই ফরম্যাটে বিধ্বংসী ইনিংস খেলার মত বেশ কয়েকজন ক্রিকেটার আছে। পিএসএল দেখলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন। বোলারদের মাঝেও বেশ বৈচিত্র আছে। আমাদের ওদের হালকা ভাবে নেয়ার কোনো সুযোগ নেই। কঠিন লড়াই হবে বলে মনে করছি।ওল্ড ট্রাফোর্ডের উইকেটে বড় স্কোরের স্বপ্ন দেখছে পাকিস্তান। আজহার আলী, আসাদ শফিক ও ফাওয়াদ আলমরা সামর্থের প্রমাণ করেছেন বার বার। তারউপর টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম দলের অধিনায়ক। গেম প্ল্যান অনুযায়ী খেলতে চায় মিসবাহ উল হকের দল। চাওয়াটা অভিন্ন বাবর আজমের।বাবর আজম বলেন, আমরা টেস্ট সিরিজ হেরে গেছি। টি-টোয়েন্টিতে আমাদের জিততেই হবে। এরকম ভাবে ভেবে চাপ নিচ্ছি না। ইংল্যান্ড নিজেদের মাটিতে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলে। ওদের দলে প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে। আমরা শুধু আমাদের সাধারণ খেলাটা খেলতে চাই।এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’দলের ১৫ বারের দেখায় ১০ জয় নিয়ে এগিয়ে আছে ইংলিশরা।

Share.