সোমবার, ডিসেম্বর ২৩

সিরিজ জয়ের মিশনে ব্যাট করছে যুবা টাইগাররা

0

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহরব হোসেন।এর আগে সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৫৪ রানের লক্ষ্য দিয়ে ১৬ রানে হারায় টাইগার যুবারা। দ্বিতীয় ম্যাচে ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩.১ ওভারে ৩ উইকেটের জয় নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।আজ তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করার বড় সুযোগ টাইগার যুবাদের সামনে। অন্যদিকে সিরিজ বাঁচানোর কঠিন সমিকরণ আফগান যুবাদের সামনে।

Share.