ডেস্ক রিপোর্ট: সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী নজিরবিহীন এই হামলা চালালো। ইসরায়েলের নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা গেছে, সিরিয়ার ভূখণ্ডে অন্তত ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এদিকে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও জানায়, সিরিয়ার ভূখণ্ডে ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাশার আল-আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর ওপর আমরা যে আঘাত হেনেছি, তার প্রত্যক্ষ ফলাফল এটি।’ উল্লেখ্য, গত ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে গত রোববার পালিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন।
সিরিয়ার ভূখণ্ডে ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী
0
Share.