বুধবার, জানুয়ারী ২২

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা, নিহত ৫

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর পাঁচ যোদ্ধা নিহত হয়েছে।সোমবার এ তথ্য জানানো হয়। ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৫ যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকেই।সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সানা বলছে, এ হামলায় এক শিশু নিহত হয়েছে।  আহত হয়েছে আরও অন্তত তিনজন।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় রোববার জানায়, ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান ও তাদের আবাসস্থলে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়।এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার দুটি এবং ইরাকের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। বিবৃতিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র।পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এগুলো ইরানঘনিষ্ঠ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ এবং কাতায়েব সাইয়িদ আল-শুহদা ব্যবহার করতো।সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান এবং আবাসস্থলের পাশাপাশি দেশটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্নি স্থাপনায় হামলার ঘটনা বেড়েই চলেছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র সবসময় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।

Share.