সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় নিহত ২

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী লেবাননের ওপর দিয়ে যাওয়ার সময় ইসরাইলী যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় দিকে নিক্ষেপ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। ইসরাইলের পক্ষ থেকেও হামলার বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য কখনোই এ ধরনের হামলার কথা স্বীকার করে না দেশটি। কিন্তু গত এক দশক ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। সাধারণত রাতে সিরিয়ায় বেশি হামলা চালায় ইসরাইল। সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর ও ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। তা ছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে লড়াই করছে হিজবুল্লাহ। সে কারণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে। সিরিয়ার ভাড়াটে সেনা নিয়োগ করছে রাশিয়া ॥ ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার ভাড়াটে সেনাদের নিয়োগ করছে রাশিয়া। এসব যোদ্ধারা শহরের ভেতরে লড়াইয়ে দক্ষ। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সিরিয়ার কত জন ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সম্মত হয়েছে- তা সংবাদ মাধ্যমটিকে জানাননি গোয়েন্দা কর্মকর্তারা। তবে কিছু যোদ্ধা ইতোমধ্যে রাশিয়ায় ঢুকেছে এবং ইউক্রেনে মোতায়েনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার দেইর ইজ্জোর প্রকাশনার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া থেকে স্বেচ্ছাসেবকদের দুই শ’ থেকে তিন শ’ মার্কিন ডলারের বেতনের প্রস্তাব দেয়া হয়েছে। এই চুক্তিটি প্রাথমিক অবস্থায় ছয় মাসের জন্য। যদিও মার্কিন কর্মকর্তাদের এমন অভিযোগের প্রতিক্রিয়া দেখায়নি মস্কো।

 

Share.