বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সিরিয়ায় মার্কিন সেনা কর্মকর্তা নিহত

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জাওরে অতর্কিত হামলায় মার্কিন এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা একটি গোষ্ঠী হামলার সঙ্গে জড়িত ছিল। মার্কিন নেতৃত্বাধীন জোটের গাড়ি বহরকে লক্ষ্য হামলা চালানো হয়েছিল। হামলায় মার্কিন সেনা কর্মকর্তা ছাড়াও দুই কুর্দি জঙ্গিও নিহত হয়। হাসাকাহ প্রদেশের মার্কিন ঘাঁটিতে নিহত সেনা কর্মকর্তার লাশ নিয়ে যাওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। ক্ষুব্ধ স্থানীয় গোষ্ঠীগুলোর অবরোধ এবং পাথর নিক্ষেপের মুখে সিরিয়ার হাসাকাহর একটি এলাকা থেকে মার্কিন সামরিক বহর পিছিয়ে আসতে বাধ্য হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এ হামলা হল।

Share.