সিরিয়া, ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত মার্কিন কংগ্রেস

0

ডেস্ক রিপোর্ট: আবারও ছয় মাসের জন্য ইরান, রাশিয়া ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিরিয়ার গৃহযুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয় হয়। এর আগে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ৮৬-৬ ভেটে পাস হওয়া এই বিলটি উত্থাপন করা হলে তাতে অনুমোদন দেন কংগ্রেস সদস্যরা। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এরপরও সেই মাসেরই শেষ দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরবে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০১৮ সালের আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগের অভিযোগ এনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ায় ট্রাম্প প্রশাসন। এবার দুই দেশের ওপরই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে পাস হওয়া বিলটিসে সিজার সিরিয়ান সিভিলিয়ান প্রটেকশন আইন বলা হচ্ছে। এতে করে সিরীয় সরকারের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিলে বলা হয়, প্রেসিডেন্ট সিরিয়ায় ইরান, রাশিয়া কিংবা সরকারের হয়ে লড়াই করা কোনও গোষ্ঠীর ওপর নিষেদাজ্ঞার জারি করছে। এই নিষেধাজ্ঞার আওতায় তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনরকম বাণিজ্য সম্পর্কে আবদ্ধ হতে পারবেন না।  প্রেসিডেন্ট চাইলে নির্দিষ্ট কোনও পরিস্থিতির ভিত্তিতে নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে বা কমতে পারবেন।   বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় আছে। ট্রাম্প স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

Share.