সিরিয়া সফরে যান আল-কুদস ফোর্সের নতুন প্রধান

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার পূর্বাঞ্চলে সফরে গিয়েছিলেন ইরানের আল-কুদস ফোর্সের নতুন প্রধান ইসমাইল কিয়ানি। ইরানের একটি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।গত জানুয়ারিতে আল-বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কুদস ফোর্সের তখনকার প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।এরপরেই তার স্থলাভিষিক্ত করা হয়েছে মেজর জেনারেল কিয়ানিকে।ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সিরীয় শহর আবু কামালে সফরে গিয়েছিলেন কিয়ানি। শহরটির সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে।তবে কোনো ব্যাখ্যা না দিয়েই পরবর্তী সময়ে খবরটি মুছে ফেলেছে তাসনিম। ইরানের আর কোনো গণমাধ্যমে এই খবর আসেনি।সফরের সময় আইএস যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্ট বলে ঘোষণা করেন কিয়ানি। এর আগেও ইরান এমন অভিযোগ করেছে।

Share.