বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সিরীয় উপকূলে ইরানি জাহাজে হামলায় নিহত ৩

0

ডেস্ক রিপোর্ট:   সিরীয় উপকূলে একটি ইরানি ট্যাংকার হামলার শিকার হলে তিন জন নিহত হয়েছেন। এক দশক আগে সিরীয় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার প্রথমবারের মতো এমন হামলা হয়েছে।ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, অন্তত তিন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন জাহাজের ক্রু।কিন্তু কারা এই হামলা চালিয়েছে, তা এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লেবানিজ জলসীমা থেকে ড্রোন দিয়ে হামলাটি করা হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিভে যায়।মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সিরীয়মুখী এক ডজনেরও বেশি নৌযানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। এসব জাহাজে ইরানি তেল বহন করা হতো।

Share.