ডেস্ক রিপোর্ট: প্রযুক্তির শহর সিলিকন ভ্যালি ছাড়ছেন মহাকাশ যান স্পেস-এক্স প্রতিষ্ঠাতা এলন মাস্ক। তার সঙ্গে সিলিকন ভ্যালি ছেড়ে টেক্সাস যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হাওলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, অস্টিন যাচ্ছে ওরাকল। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রস্থল সিলিকন ভ্যালির শুরু ১৯৩৮ সালে, যখন এখানে যাত্রা শুরু করে বিল হাওলেট এবং ডেভিড প্যাকার্ডের প্রতিষ্ঠান। আরও হাই প্রোফাইল প্রযুক্তিখাতে বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্যান ফ্রান্সিসকো ছাড়ছেন। মহামারির মধ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় স্থানান্তর স্বাভাবিক। কারণ মহামারিতে অনেকে ঘরে বসেই অফিস করছেন, অনেক প্রতিষ্ঠান আবার কর্মীদের স্থায়ীভাবে বাসায় থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এদিকে, অনেকে আবার প্রধান কার্যালয়ের স্থানান্তরের কারণ হিসেবে দায়ী করেছেন, স্যান ফ্রান্সিসকোর অব্যবস্থাপনাকে। কোভিড নাইনটিন সংক্রমণ রোধে কিছু প্রতিষ্ঠানে কড়াকড়ি আরোপ করেছে ক্যালিফোর্নিয়া। এর মধ্যে আছেন মাস্কও।এদিকে, নিয়মনীতির দিক দিয়ে শিথিল ফ্লোরিডা আর টেক্সাস। ভবনের ভাড়া বেশি হওয়ায় সিলিকন ভ্যালিতে ব্যবসা পরিচালনা করা কঠিন, ক্যালিফোর্নিয়ায় দিতে হয় কর। এদিক দিয়ে শিথিল ফ্লোরিডা ও টেক্সাস।
সিলিকন ভ্যালি ছাড়ছেন এলন মাস্ক
0
Share.