বিশেষ প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বিরোধী মিছিল থেকে সিলেটে আটক বাম সংগঠনের ৭ নেতাকর্মীকে মুক্তি দেয়া হয়েছে।বুধবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ।এর আগে বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জ ও দু’পক্ষের সংঘর্ষের পর দুই নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ ৭ জনকে আটক করে পুলিশ।থানা থেকে ছাড়া পাওয়ারা হলেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাম গণতান্ত্রিক জোটের সিলেটের সমন্বয়ক, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নেতা মনীষা ওয়াহিদ, ছাত্রফ্রন্টের সিলেট মহানগর আহ্বায়ক সঞ্জয় কান্তি দাস, ছাত্র-ফ্রন্টের সিলেট জেলার সাধারণ সম্পাদক সাদিয়া জাহান নৌশিন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার রেজাউর রহমান রানা ও বাসদ জেলা সদস্য মিজু আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট মহানগরের নেতা ফাহিম চৌধুরী।
সিলেটে আটক ৭ বাম নেতাকর্মীর মুক্তি
0
Share.