বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সিলেট বিভাগের কৃতিসন্তান,লেখক ও গবেষক দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী আর নেই…

0

সিলেট বিভাগের কৃতিসন্তান, বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী আর নেই… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। তিনি অদ্য ২৮ জুলাই ২০২১ ইং তারিখ রোজ বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী বিগত ১৯৩৯ খ্রীষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারী তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা এবং বর্তমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সদরঘাট গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত জমিদার মৃত্য দেওয়ান আলী গওহর চৌধুরী ও মৃত্য মাতা কুলসুম আখতার চৌধুরী। তিনি সিলেট জজ কোর্টে আইন পেশায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন ৷ বিগত ১৯৬৯ খ্রীষ্টাব্দে তিনি ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি তৎকালীন পাবনা সদর মহকুমার এসডিও (SDO), পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শ্রম ও কর্মসংস্থান, সংস্থাপন ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব, দুর্নীতি দমন ব্যুরোর ডাইরেক্টর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা ছিলেন৷ বিগত ১৯৯৭ সালে তিনি যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহন করেন। মৃত্যুকালে দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অদ্য বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে আজিমপুর গোরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সময় নিউজ 24 ডটনেট পত্রিকার সম্পাদক গাজী হুসনে আরা চৌধুরী।

Share.