সিয়ামের পর মোশাররফ করিমের সঙ্গে নোভা

0

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী নোভা ফিরোজ সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন, যেখানে তাঁকে  দেখা যাবে খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে।এ প্রসঙ্গে নোভার ভাষ্য, ‘ক্যারিয়ারে অনেক বারই মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হয়ে নাটকে অভিনয় করেছি। তবে কখনওই বিজ্ঞাপনে কাজ করা হয়নি। সেই আক্ষেপটা এবার দূর হলো। আমরা প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছি। টোস্টার প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই টিভিসিটি কনক্রিট মিক্সারের। শিগগিরই টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচারে আসবে এটি।’নোভা বেশ অনেকটা সময় অনিয়মিত ছিলেন অভিনয়ে। আবারও ফিরেছেন স্বমহিমায়। কাজ করছেন টিভিসি ও নাটকে। শুধু তা-ই নয়, ক্যারিয়ারে প্রথমবারের মতো চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। সিনেমাটি পরিচালনা করছেন রনি ভৌমিক।এ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। আরও থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।

Share.