সীতাকুণ্ডে বিদেশি রিভলবারসহ আটক দুই

0

ঢাকা অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াল বারইয়াঢালা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৪০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-৭।র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াল বারইয়াঢালা এলাকায় হাক্কানী রিফুয়েলিং স্টেশনের দক্ষিণ পাশে আরিফ স্টোর নামে একটি দোকানের পিছনে এক ব্যক্তি নাশকতার উদ্দেশে অবস্থান করছে। র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, এক ব্যক্তি অস্ত্র নিয়ে কিছু একটা করতে যাচ্ছে। এসময় র্যা রে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ ইসমাঈল (৩৩) ও মো. সাইদুল ইসলাম (২৪) নামে দুই যুবককে আটক করে। আটক যুবকদের দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তারা জানান, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র কেনাবেচাসহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

Share.