সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা, আটক- ৫

0

বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় পাচারচক্রের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করেছে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী বিজয়পুরের মনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় মূদ্রাও (রূপি) জব্দ করা হয়। আটকরা হচ্ছেন: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পশ্চিম চেপনী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে বিনয়কৃষ্ণ দেবনাথ, তার বাংলাদেশি দুই সহযোগী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের দেবেন্দ্র দেবনাথের ছেলে অজিত দেবনাথ ও দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথ এবং দুই ভিক্টিম কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে পরিমল দেবনাথ ও পরিমল দেবনাথের মেয়ে প্রিয়াংকা দেবনাথ। বিজিবির নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান প্রেস বার্তায় জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ, তার দুই বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ ও জীবন দেবনাথ দীর্ঘদিন ধরে সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারতে মানবপাচার করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় তারা দুর্গাপুরের কল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা এলাকা দিয়ে পরিমল দেবনাথ ও তার মেয়ে প্রিয়াংকা দেবনাথকে পাচারের চেষ্টা করে। এ সময় বিজয়পুর বিজিবি ক্যাম্পের টহলদল তাদের হাতেনাতে আটক করে। পরে আটকদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.