বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সীমা অতিক্রম করলে অনুতপ্ত হতে হবে: পুতিনের হুঁশিয়ারি

0

ডেস্ক রিপোর্ট: পশ্চিমাদের ‘সীমা অতিক্রম’ করতে বারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যে কোনো ধরনের উসকানির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। আর যারা এর জন্য দায়ী তার অনুতপ্ত হবেন।বুধবার (২১ এপ্রিল) প্রেসিডেন্টের বার্ষিক ভাষণে তিনি রাশিয়ার শক্তি ও বাইরের দেশের হুমকির মুখে নিজেদের স্পর্ধার বিষয়টিই তুলে ধরেন তিনি।সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়ার সংকট মারাত্মক রূপ নিয়েছে। ইউক্রেন সীমান্তে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারে বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি অনশন ধর্মঘট করছেন।পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ক্রেমলিনের নেতা বলেন, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা সম্পর্ককে এমন অবস্থায় নিয়ে যেতে চাই না, যাতে তা আগের অবস্থায় ফিরে না আসে।তিনি বলেন, সদিচ্ছাকে কেউ যদি উদাসীনতা ও দুর্বলতা  ভেবে ভুল করেন এবং সম্পর্কের সেতুকে চিরতরে ধ্বংস করে দিতে চান, তাদের জেনে রাখা উচিত যে, রাশিয়ার জবাবও হবে—অসম, দ্রুত ও কঠোর।পুতিন বলেন, রাশিয়া নির্ধারণ করে দেবে, প্রতিটি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে কোথায় গিয়ে থামতে হবে। রাশিয়াকে বাঘের সঙ্গে তুলনা করে বললেন— হায়েনারা তাকে ঘিরে ধরেছে।ভাষণে করোনা মোকাবিলায় রাশিয়ার ভূমিকা ও মহামারিতে অর্থনৈতিক দুর্ভোগ নিয়েই বেশি আলোচনা করেন পুতিন। তিনি জানান, বেশ কয়েকটি দেশ একটি বাজে অভ্যাস গড়ে তুলেছে, তাহলো—যে কোনো কারণে তারা রাশিয়ার সমালোচনা করে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই। এটা তাদের জন্য এক ধরনের খেলা।“কাজেই আমাদের মূল নিরাপত্তা স্বার্থের হুমকি উসকানির আয়োজকরা যা করছেন, তাতে তারা অনুতপ্ত হবেন। এর আগে কোনো কিছু নিয়ে তাদের এতো অনুতপ্ত হতে হয়নি।”গেল দুই দশক ধরে রাশিয়ার শাসন করছেন ৬৮ বছর বয়সী পুতিন। তিনি নাভালনিকে নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে তিন সপ্তাহের জন্য অনশন ধর্মঘট করছেন নাভালনি। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

Share.