শুক্রবার, ডিসেম্বর ২৭

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

0

ডেস্ক রিপোর্ট: সুইডেনের প্রধম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে রয়েছে। একারণে চূড়ান্ত ফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাগডালেনা অ্যান্ডারসন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে মাগডালেনা বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটা সংখ্যাগরিষ্ঠতা। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।

Share.