সুপার লিগে পাঁচ নম্বরে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একটিতেও জয় পায়নি সফররত বাংলাদেশ। টানা তিন ম্যাচে হারের পরও সুপার লিগের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে টাইগাররা। এই তালিকায় বাংলাদেশের পেছনে অবস্থান করছে ভারত এবং পাকিস্তানের মতো বড় বড় দলগুলোও।সুপার লিগের অংশ হিসেবে এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে তিনটি জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তামিম ইকবালরা। তাতেই ৩০ পয়েন্ট নিশ্চিত হয়েছে টাই্গারদের। এরপর নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা ভালো না বাংলাদেশের। ফলে সুপার লিগে ছয় ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তামিম ইকবালরা।সুপার লিগের পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে ইংল্যান্ড। ৮ ম্যাচ খেলে ৪টিতে জিতে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ইংলিশদের সমান পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর তিনটি করে ম্যাচ খেলে তিনটিতেই জিতে এই তালিকায় যথাক্রমে তিন এবং চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।তালিকায় বাংলাদেশের পেছনে অবস্থান করছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে সাত নম্বরে। ৫ ম্যাচে মাত্র ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভারত। ৩ ম্যাচে এক জয় নিয়ে নয় নম্বরে জিম্বাবুয়ে, ৬ ম্যাচে এক জয়ে দশে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে একটিতেও না জেতা শ্রীলঙ্কা আছে এগার নম্বরে।

Share.