সুপার সানডে জয়হীন ম্যানসিটি-লিভারপুল

0

স্পোর্টস ডেস্ক: সুপার সানডের রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো না কোনও দল। ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লিভারপুল। শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে সিটিজেদের হয়ে গোল পরিশোধ করে গ্যাব্রিয়েল হেসুস। ইপিএলে দুই জায়ান্টের লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। সুপার সানডেতে হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে টিভি সেটের সামনে দর্শকদের উত্তেজনা। ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩-৩ অভিন্ন ফরমেশনে মাঠে নামে দু’দল। ম্যাচের ১৩ মিনিটেই বড় ভুল করে বসে সিটিজেনরা। ডি-বক্সে অলরেড তারকা সাদিও মানেকে ফাউল করে বসে। স্পট কিক থেকে কোনো ভুল করলেন না মোহাম্মদ সালাহ। ১-০ গোলের লিড লিভারপুলের। নিজেদের মাঠে গোল খেয়ে অহমে ঘা লাগে সিটজেনদের। এমনিতেই গত মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা খুইয়েছে। গার্দিওলা শিষ্যরা ছন্দে ফেরে ম্যাচের ৩১ মিনিটে। গ্যাব্রিয়েলের পাস থেকে গোলরক্ষককে বোকা বানান ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল হেসুস। ৪২ মিনিটে পেনাল্টি পায় সিটিজেনরা। তবে দলের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা সহজ সুযোগ কাজে না লাগাতে পারলে কপাল পুড়ে স্বাগতিকদের। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। ইতিহাদে গত জুলাইয়ে সবশেষ দেখায় লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছিল ম্যানসিটি। এবারো সেখান থেকে অণুপ্রেরণা খুঁজে ফেরেন রাহিম স্টার্লিংরা। ৫৫ মিনিটে দারুন এক সুযোগ হাতছাড়া করেন হেসুস। এগিয়ে যাওয়া হয়নি তাতে। ম্যাচের বাকি সময় দু’দলই আক্রমণ চালায়। তবে তা পূর্ণতা পায়নি। সালাহ ফিরমিনো এলোমেলো ফুটবল হতাশ করে সমর্থকদের। দলের একাধিক পরিবর্তন এনেও গোল করতে স্কোর কার্ডে পরিবর্তন আনতে পারেনি দুই দল। দু’দলের ১৬৮ বারের দেখায় লিভারপুলের ৮০ জয়ের বিপরীতে ম্যানসিটির জয় ৪৬টি। এবারো এই পরিসংখ্যাণে অপরিবর্তিত রেখে মাঠে ছাড়ে দুই দল। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে ৪ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে টেবিলে ১২ নম্বরে অবস্থান ম্যানসিটির।

Share.