ঢাকা অফিস: করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে দীর্ঘদিন বন্ধ ছিল আদালতের কার্যক্রম। এ অবস্থায় সুপ্রিমকোর্টের চলতি ২০২০ সালের ৬ আগস্ট পরবর্তী সকল অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। গত ৬ আগস্ট ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের বিচারপতিগণের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ কথা জানান।
সুপ্রিমকোর্টের চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল
0
Share.