সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

0

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। আজ সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস. এম. এমদাদুল হক। এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন-বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Share.