বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুত। বলিউডের মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি আত্মঘাতী হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। তার এমন মৃত্যুতে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সালমান খান, করণ জোহর, আদিত্য চোপড়ার মতো প্রভাবশালীদের। সুশান্তের মৃত্যুর অভিযোগের তীর তাদের দিকে হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গেল ১৪ জুন পর্যন্ত করণের ফলোয়ার্স ছিল ১১.৭ মিলিয়নের মতো। ১৮ তারিখের মধ্যে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১০.৮ মিলিয়ন। আলিয়া ভাট গেল পাঁচদিনে হারিয়েছেন দু’লক্ষেরও বেশি ফলোয়ার। ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমেছে সোনম কাপূরেরও। সুশান্তের মৃত্যুর পরে সোনম টুইট করে জানিয়েছিলেন, প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা, পরিবার, সহকর্মীদের দোষারোপ করাটা ন্যক্কারজনক। আর এ কারণেই ফলোয়ার সংখ্যা কমছে।এদিকে, অনিল কপূরের মেয়ে হওয়ার সুবাদে সোনম কাজ পেয়েছেন, তার হিটের চেয়ে ফ্লপের সংখ্যা বেশি, অভিনেত্রীর অভিনয় দক্ষতাকে কটাক্ষ করে এমন হাজারো মন্তব্য আছড়ে পড়েছে সোনমের সেই পোস্টের প্রতিক্রিয়ায়। ইনস্টাগ্রামে নায়িকার ভক্ত সংখ্যা প্রায় ৪৫ হাজারের মতো কমে গিয়েছে এই ক’দিনে। সুশান্তের ভক্তরা দাবি করছেন, সালমান খান, করণ জোহর, আদিত্য, সঞ্জয় লীলার কারণে সুশান্তের হাত থেকে পরপর ছবি বেরিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াও এই তর্কে ইন্ধন জুগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা বাড়া-কমা চলতেই থাকবে। কিন্তু সুশান্তের মৃত্যু যে প্রশ্নগুলো তৈরি করে গেল তার মোকাবেলা বলিউডের প্রভাবশালী গোষ্ঠী কী স্ট্র্যাটেজি নেয়, সেটাই দেখার অপেক্ষায়।
সুশান্তের মৃত্যু: বিতর্কিত তারকাদের ‘আনফলো’ করার হিড়িক
0
Share.