বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

‘সুস্থ আমি’ হাসপাতাল থেকে নুসরাত

0

বিনোদন ডেস্ক:  অসুস্থতা নিয়ে বাইপাসের ধারের যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত জাহান, সোমবার সেখান থেকেই জানালেন তিনি,’সুস্থ আমি, ভালো আছি! কেউ চিন্তা করবেন না আর।’ রাজনীতি মতো গুরুদায়িত্ব, তার নতুন ছবি ‘অসুর’-এর প্রমোশন, স্বামী নিখিলের পারিবারিক ব্যবসায় সাহায্য,সংসারের দায়িত্ব – এত কিছুর দায়িত্বে তিনি বেশ ক্লান্ত। তিনি জানায় যে তার অ্যাস্থমার প্রবলেম আছে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সেটাই বাড়াবাড়ি সমস্যা হয়ে যাওয়ায় তাকে হাসপাতাল পর্যন্ত ছুটতে হয়েছে। তবে এখন তিনি অনেক ভালো আছেন আগের চেয়ে। বাড়ি ফিরেই কাজ শুরু করবেন আবার। তারপর সোমবার আনুমানিক রাত আটটায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  বাইপাসের ধারের একটি হাসপাতালে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা নাগাদ তাকে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছিল, ঠিক স্বামীর জন্মদিনের দিনটাতেই একসঙ্গে অনেক ওষুধ খেয়ে ফেলার কারণেই মূলত অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হাসপাতালের পক্ষ থেকে নিয়ম মেনে তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্ট করা হয়েছিল ফুলবাগান থানায়।

Share.