সুস্থ হয়ে উঠছেন প্রিন্স চার্লস: আইসোলেশন মুক্ত ঘোষণা

0

ডেস্ক রিপোর্ট: রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। আইসোলেশন থেকেও বেরিয়ে এসেছেন তিনি। সোমবার তার মুখপাত্রের পক্ষ থেকে এমনটাই জনানো হয়। গত সপ্তাহে করোনা পজিটিভ ধরা পড়ে ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের। তার কয়েক দিন আগে থেকেই করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল তার শরীরে। কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ার পরেই ২৫ মার্চ স্কটল্যান্ডের বির্কহলে আইসোলেশনে চলে যান তিনি। সেখানেই এতোদিন ছিলেন প্রিন্স চার্লস।

Share.