বুধবার, জানুয়ারী ২২

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে অমিতাভ বচ্চন

0

বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার লিভারের সমস্যা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত ১০টায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এরপর ছেলে অভিষেক ও স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে তিনি বাড়ি ফেরেন। গত চার দিন ধরে কয়েক পর্যায়ে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় অমিতাভ বচ্চনের। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন নানাবতী হাসপাতালের চিকিৎসকরা। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। বর্তমানে ছোটপর্দায় চলছে বিগ-বির জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তার শুটিং নিয়েই তিনি এখন ব্যস্ত। শো-টির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে শুটিং শুরু করবেন অমিতাভ।

Share.