ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেনা অভ্যুত্থানের পাঁচ মাসের মাথায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার একদিন পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি এ আহ্বান জানিয়েছেন।দেশটিতে প্রায় দুই হাজার বন্দিকে ছেড়ে দেওয়ার একদিন পর বৃহস্পতিবার (১ জুলাই) জাতিসংঘের গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গণগ্রেপ্তারসহ মানুষকে ভয় দেখানোর কর্মকাণ্ড নিয়ে আমরা এখনও গভীরভাবে উদ্বিগ্ন।’এদিকে বুধবার (৩০ জুন) মিয়ানমার সামরিক জান্তা কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন কারাগার থেকে দুই হাজারেরও বেশি বন্দিকে ছেড়ে দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে আটক একাধিক সাংবাদিক ও অন্যরাও আছেন বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমগুলো।অন্যদিকে মিয়ানমারে সু চিসহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে। ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দিনই আটক করা হয়।
সু চিকে ছেড়ে দিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
0
Share.