সু চির মামলার শুনানি আদালতের পরিবর্তে কারাগারে স্থানান্তরের নির্দেশ

0

ডেস্ক রিপোর্ট:  মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চলমান সব ধরনের আইনি কার্যক্রম আদালত থেকে দেশটির একটি কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কমপক্ষে ২০টি মামলা রয়েছে। এতদিন আদালতে মামলাগুলোর শুনানি চলছিল। কিন্তু বুধবার আকস্মিকভাবে মামলাগুলোর শুনানি কারাগারে স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। তবে কী কারণে কারাগারে মামলাগুলোর শুনানি হস্তান্তর করা হয়েছে, সে বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানায়, নেপিডোর কারাগারের নতুন একটি বিশেষ আদালতে মামলাগুলোর শুনানি স্থানান্তর করা হবে। সূত্রটি আরও বলেছে, ‘আদালত বসানোর জন্য নতুন একটি ভবন প্রস্তত হয়েছে বলে বিচারক ঘোষণা দেন।’ ওই নতুন ভবনটিই কারাগার বলে ধারণা করা হচ্ছে। এতদিন রুদ্ধদ্বার আদালতে সু চির বিচার প্রক্রিয়া চলছিল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে শুধু সীমিত তথ্য দেওয়া হতো। মামলার বিষয়ে গণমাধ্যমে কথা বলা নিয়ে সু চির আইনজীবীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারা শুধুমাত্র আদালতে শুনানি চলাকালে সু চির সঙ্গে কথা বলতে পারেন।

 

Share.