ডেস্ক রিপোর্ট: সূর্যের ১০ বছরের টাইম ল্যাপ্স ভিডিও প্রকাশ করল নাসা। এক ঘণ্টার মধ্যে দশ বছরের কর্মকাণ্ড ধরা পড়েছে সংস্থার এসডিও উপগ্রহে। পৃথিবীকে পরিক্রমার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২৫ মিলিয়ন রেজুলিউশনে তুলেছে সেই উপগ্রহ। টাইম ল্যাপ্স বা সময় ঘাটতির সেই ফুটেজ প্রকাশ করে এমনটাই বিবৃতিতে জানিয়েছে সেই সংস্থা। এই ভিডিও দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারেন, ১১ বছরের সৌরচক্রে কীভাবে ওঠানামা ঘটে সূর্যের। পাশাপাশি নিকটবর্তী নক্ষত্রগুলো কীভাবে সৌরজগতকে প্রভাবিত করে। বিজ্ঞানীদের মতে, সূর্যের চৌম্বক ক্ষেত্র একটা চক্র পরিভ্রমণ করে। তাকেই সৌরচক্র বলে। প্রতি ১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে। আর এর উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেই চক্রে দেখা গিয়েছে, ৬১ মিনিটের মধ্যে একটা দশকের কাজ সেরে ফেলেছে সূর্য।