মঙ্গলবার, ডিসেম্বর ২৪

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক প্রতারণার অভিযোগে আটক

0

ঢাকা অফিস: প্রতারণার অভিযোগে মাদারীপুরের টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে আটক করা হয়েছে। তার নাম রাকিবুজ্জামান। রবিবার (২৬ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাকিবুজ্জামানকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা মাদারীপুরের কালকিনি উপজেলার চরঠেঙ্গামারায়। তার বাবার নাম মালেকুজ্জামান। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়ে তার চিকিৎসক স্ত্রীসহ টেকেরহাটে বসবাস শুরু করেন। অবসরের পর কারও কাছে সেনাবাহিনীর পোশাক ও মনোগ্রাম সম্বলিত সরঞ্জামাদি থাকা অবৈধ। এছাড়া তার গাড়ির সামনের অংশে স্টিকার ও সেনা অফিসারের ক্যাপ থাকায় স্থানীয় সবাই তাকে সেনা অফিসার হিসেবে চিনতো। তিনি স্থানীয়দের কাছে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিতেন। তার বাসা থেকে কুরিয়ার সার্ভিসে মেজর রাকিবুজ্জামান নামে আসা একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। সাবেক সেনা সদস্য হওয়ায় তাকে আটকের বিষয়টি সেনা গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে রাজৈর থানায় সোপর্দ করা হয়েছে।’

Share.