শুক্রবার, ডিসেম্বর ২৭

সেন্সর পেল বাপ্পী-অপু জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

0

বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সেন্সর সনদ পেয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এবং বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির ছবিটির মুক্তিতে আর কোনও বাধা নেই। গত ১৪ জানুয়ারি ছবিটি সেন্সর সনদ পায়। এই ছবির অন্যতম আকর্ষণ হলো গল্প। দর্শকরা পুরো গল্প ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে জানান দেবাশীষ বিশ্বাস। এছাড়া বাংলা ছবির কালজয়ী গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ নতুনভাবে সংযোজন করা হয়েছে। নামী নির্মাতা মতিন রহমানের ‘বিয়ের ফুল’ ছবিতে শাকিল-শাবনূরের ঠোঁটে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির জন্য গানটির রিমেক করা হয়েছে। নতুনভাবে আকাশের গাওয়া ও সঙ্গীত আয়োজনে গানটিতে এককভাবে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী। আর এই ছবিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সিক্যুয়েল না এমনটাই জানিয়েছেন পরিচালক।

Share.