ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইফতারের টাকায় ৫ হাজার লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য সাদেক খান। বিশ্ব অর্থনীতির মন্দা, যুদ্ধ মোকাবেলায়, মানুষ বাঁচাতে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তার নিজ কার্যালয়ে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন তার ছেলে অ্যাডভোকেট ফাহিম সাদেক খান এবং বেশ কয়েকজন কমিশনার। এসময় সাদেক খান বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীর উচিত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের একজন মানুষ যাতে অনাহারে না থাকে সেজন্যই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি এবং তাদের দোসররা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্য মানবতার সেবার মাধ্যমেই এসব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, আমরা যদি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানব সেবা করতে পারি তাহলে আগামী নির্বাচনে এর সুফল পাবো। খাদ্য দান কর্মসূচি আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সেবার মাধ্যমে বিএনপিকে ষড়যন্ত্রের জবাব দেয়া হবে: সাদেক খান
0
Share.