বুধবার, জানুয়ারী ২২

সেভিয়াকে উড়িয়ে দুইয়ে উঠলো বার্সা

0

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সেভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর জোড়া লাল কার্ড দেখলো বার্সেলোনা। গতকাল ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে বার্সার হয়ে গোল করেন লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল. উসমান দেম্বেলে ও লিওনেল মেসি। চলতি মৌসুমে প্রথম গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। আর ম্যাচের শেষ দিকে বার্সার রোনাল্ড আরাওজু ও দেম্বেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ন্যু ক্যাম্পে প্রথমার্ধেই সেভিয়ার জালে তিনবার বল পাঠায় বার্সেলোনা। ২৭তম মিনিটে ডিবক্সে নেলসন সেমেদোর ভাসমান ক্রস থেকে দুর্দান্ত বাই সাইকেল কিকে গোল করেন লুইস সুয়ারেজ। পাঁচ মিনিট পর আর্তুরের অ্যসিস্টে ব্যবধান বাড়ান আর্তুরো ভিদাল। ৩৫তম মিনিটে বার্সার স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন উসমান দেম্বেলে। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা আর্তুর। দ্বিতীয়ার্ধে সাফল্য পান মেসি।

Share.