সোমবার, জানুয়ারী ২৭

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝলমলে ক্যারিয়ার ‘কলঙ্কিত’ হলো আইসিসির নিষেধাজ্ঞায়। তিনবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন তিনি। এক বছরের জন্য ক্রিকেটের বাইরে দেশের বাঁহাতি অলরাউন্ডার। “এই দুঃসময় কাটিয়ে উঠে আবার শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন সাকিব”- এই বিশ্বাসের কথা সাকিব উম্মে আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানালেন। পাঠকদের জন্য তার পোস্ট তুলে ধরা হলো- ‘লিজেন্ডরা কখনও রাতারাতি লিজেন্ড হয় না, অনেক ঝড়ঝঞ্জা আর চড়াই-উতরাই পার হতে হয় তাদের। কঠিন সময় আসবেই, কিন্তু তারা সেটা শক্ত মনে মোকাবিলা করবে এবং আমরা জানি সাকিব কতটা শক্তিশালী! এটা নতুন শুরু, যে কোনও সময়ের চেয়ে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ইনজুরিতে সে ক্রিকেট থেকে দূরে ছিল, আমরা দেখেছি কিভাবে সে আবারও বিশ্বকাপে ফিরে এসেছিল। এটা কেবল সময়ের ব্যাপার, আমরা আপনাদের এই ভালবাসা ও সমর্থনে সত্যি কৃতজ্ঞ। এটাই ঐক্য- যা একটা জাতির জন্য প্রয়োজন।’ জুয়াড়িদের কাছ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি না জানানোয় বড় শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী ধারা অনুযায়ী, জুয়াড়ির কাছ থেকে অনৈতিক কোনও প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। এ ব্যাপারে প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস নেওয়া হয়। এরপরও কেউ জুয়াড়িদের প্রস্তাবের কথা না জানালে গুরুতর অপরাধ হিসেবে সেটা গণ্য হবে। শাস্তিও তাই গুরুতর। আইসিসির এই ধারা ভঙ্গের শাস্তি হতে পারে ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা।

Share.