বুধবার, জানুয়ারী ২২

সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্বর্ণের বারসহ আটক-১

0

বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় আজিম খান নামক এক পাসপোর্টধারী যাত্রীকে একটি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আজিম খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার শেকরনগর গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাকে আটক করা হয় এবং রাতে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি ও কাস্টমস সদস্যরা অধিক সতকর্তার সঙ্গে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশির কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিক (পাসপোর্ট নম্বর-ইজি ০৭৮৫৬৮৭) আজিম খানকে চোরাচালানের উদ্দেশে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ (২৪ ক্যারেট) আটক করা হয়। যারা বর্তমান বাজার মূল্য ১৩ লাখ টাকা। তিনি আরও জানান, আটকদের মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.