মঙ্গলবার, ডিসেম্বর ৩১

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব মাধবনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে দিল্লিতে মামলা হয়েছে। এনডিটিভি জানায়, ২৬ বছর বয়সী এক নারী মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করে। তার মতে, মাধবন তাকে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেছিল। এমনকি তাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিল। এনডিটিভিকে দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই নারীর অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আনলে তাকে ভয়াবহ পরিণতি ভোগের হুমকি দিয়েছিলেন অভিযুক্ত মাধবন। দিল্লির দ্বারকার উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেন, গত ২৫ জুন উত্তম নগর থানায় অভিযোগটি আসে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়। তবে মাধবন ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি তার।

Share.