মঙ্গলবার, ডিসেম্বর ২৪

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত- ৭

0

ডেস্ক রিপোর্ট: সোমালিয়ার মুদুক অঞ্চলের গালকাইয়ো শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাত জন নিহত ও বহু লোক আহত হয়েছে।শনিবার গালকাইয়োর একটি হোটেলের সমানে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, স্থানীয় এক সামরিক কর্মকর্তারা বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা জানান, গাড়িটির চালক হোটেল প্রাঙ্গণে ঢুকতে ব্যর্থ হয়ে তাকে বাধা দেওয়ার জন্য বাইরে পার্ক করে রাখা একটি সামরিক পিকআপে সজোরে ধাক্কা দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। “এখনো পর্যন্ত এমন সাত জনের কথা জানাতে পেরেছি যারা মারা গেছেন, এদের অধিকংশই বেসামরিক, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে,” বলেন মেজর আলী উমর। এ ঘটনায় বহু লোক আহত হয়েছে এবং তাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন তিনি। গালকাইয়ো হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আহত ৩০ জনেরও বেশি লোককে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সোমালিয়ার ক্ষমতা দখল করে দেশটিতে কট্টর শরিয়া আইন চালু করতে চায় আল শাবাব। মুদুক অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে থাকলেও তার মধ্যে গালকাইয়ো নেই।

Share.