শনিবার, ডিসেম্বর ২৮

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, উগান্ডার ৫৪ সেনার মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এসব সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এক বিবৃতিতে শনিবার উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি সংবাদমাধ্যমকে বিষয়টি জনিয়েছেন। তিনি জানান, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব দাবি করেছে যে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

Share.