মঙ্গলবার, ডিসেম্বর ২৪

‘সোলাইমানির হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি খামেনির’

0

ডেস্ক রিপোর্ট: জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকারীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার এক শোকবার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে  বলেছেন, ‘যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।’ বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হামলায় নিহত হন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সোলায়মানি। ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবার এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত যুদ্ধ চালিয়ে গেছেন জেনারেল সোলায়মানি। এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তাঁর শাহাদাতের বদলা নিতে প্রস্তুত রয়েছেন। খামেনি বলেন,  সোলায়মানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না। প্রতিরোধ আন্দোলন দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছিলেন, জেনারেল কাসেম সোলায়মানিকে কাণ্ডজ্ঞানহীন হামলার মাধ্যমে হত্যার পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এখন যে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অঙ্গনে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share.