সোমবার, জানুয়ারী ২০

সৌদিতে পাঁচদিনে ৫২ মসজিদ বন্ধ

0

ডেস্ক রিপোর্ট: নামাজি ও মসজিদের স্টাফরা করোনায় আক্রান্ত হওয়ার পর আরও ৮টি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ফলে গত পাঁচদিনে সবমিলিয়ে ৫২টি মসজিদ বন্ধ করে দিলো সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্ধ করে দেয়া ৫২টি মসজিদের মধ্যে জীবাণুমুক্ত করার পর ৩৮টি মসজিদ খুলে দেয়া হয়েছে। এছাড়া নামাজিদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, সরেজমিন পরিদর্শনের সময় ওই ৮টি মসজিদ বন্ধ করে দেয়া হয়। বন্ধ হওয়া এসব মসজিদের মধ্যে দুটি জেদ্দায়, একটি মক্কার আল কুনফুদনাহ অঞ্চলে, দুটি রিয়াদ অঞ্চলে, একটি জাজান অঞ্চলের আহাদ আল মাসারহা গভর্নোরেটে, একটি পূর্বাঞ্চলীয় নারিয়াহ গভর্নোরেটে এবং একটি আসির অঞ্চলের রিজাল আলমা প্রদেশে অবস্থিত।মন্ত্রণালয় এসময় আবারও সতর্ক থাকার ব্যাপারে সবাইকে সচেতন করে দিয়েছে। কেউ যদি নিয়ম না মানে বা ফাঁকি দেয় সেক্ষেত্রে কর্তৃপক্ষকে জানাতেও অনুরোধ করেছে সৌদি সরকার। এমনকি এজন্য টোল ফ্রি নাম্বার ১৯৩৩ এ কল দিতেও অনুরোধ করেছে তারা।

Share.