ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা সৌদি আরবের জাযান শহরে আরামকো তেল স্থাপনায় ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়টের কাঠামোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।বৃহস্পতিবারের এ হামলায় সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরান সমর্থিত হুতি বাহিনী। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাদের তেল কোম্পানির স্থাপনায় কোনো আগুন বা প্যাট্রিয়ট কাঠামোয় কোনো হামলা হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি জোট বাহিনী জানিয়েছে, রাতে ও ভোররাতে যে চারটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেগুলোর কিছু ধ্বংসাবশেষ জাযান বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ে ছোট একটি অগ্নিকাণ্ডের কারণ হয়েছে, তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। ইয়েমেনে হুতিরা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে ছয় বছর ধরে লড়াই করছে। এই লড়াইয়ের অংশ হিসেবে গত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের তেল শিল্পসহ বিভিন্ন স্থাপনা ও শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।২০১৯ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী তেল কোম্পানি আরামকোর কেন্দ্রস্থলের দুটি প্লান্টে হুতিদের ড্রোন হামলার কারণে সৌদি আরবের তেলের উৎপাদন অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছিল।
সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
0
Share.