সৌদি আদালতে নারী অধিকার কর্মীর ৫ বছরের কারাদণ্ড

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল-হাসলুলকে ৫ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এমন অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। সৌদি আরবের সরকারপন্থি পত্রিকা সাব্‌ক জানিয়েছে, সোমবার রিয়াদে স্থাপিত কথিত বিশেষায়িত অপরাধ আদালত (এসসিসি) ৩১ বছর বয়সি এই নারী অধিকার কর্মীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।  তার বিরুদ্ধে সৌদি রাজতন্ত্রের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।তবে রায়ে বলা হয়েছে, আগামী তিন বছরে তিনি যদি আর কোনও অপরাধে জড়িয়ে না পড়েন তাহলে বাকি ২ বছর ৮ মাসের দণ্ড মওকুফ হয়ে যাবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য এই মানবাধিকার কর্মী ৩০ দিনের সময় পাবেন।

Share.