বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হাজির মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মক্কায় মারা যান ওই হাজি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত মো. মোস্তাফিজুর রহমানের (৬১) বাড়ি টাঙ্গাইল সদরে। তাঁর পাসপোর্ট নম্বর এ০৩৪৯১২২৯ এবং হজযাত্রী নম্বর ১২৯৫০৯৮। হজ ব্যবস্থাপনা পোর্টালে বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে এ পর্যন্ত মোট ১৯ জন হজযাত্রী/হাজী মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও মহিলা ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন। এছাড়া মদিনায় ২ জন ও ও জেদ্দায় ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, এবার সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গেছেন। গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

Share.