বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সৌদি আরবে নারী বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

0

ঢাকা অফিস: সৌদি আরবে চলতি মৌসুমে প্রথমবারের মতো একজন নারী বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। বুধবার (৫ জুন) হজযাত্রী মমতাজ বেগম (৬৩) মক্কায় মারা যান। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন। গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মারা যাওয়া অপর ১০ জন পুরুষ। এ নিয়ে মক্কায় ৮ জন এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

Share.