ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি সৌদি আরব ও যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন এবং শিগগিরই তা পাওয়ার আশা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে খালেদা জিয়া লন্ডনে যাবেন। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন। এরপর লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে। লন্ডনে যাওয়ার আগে বা পরে খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারেন। এ কারণেই তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং চোখের সমস্যাসহ বিভিন্ন গুরুতর রোগে ভুগছেন। এর আগে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করেছে।
সৌদি আরব ও যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন খালেদা জিয়া
0
Share.