স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক টেস্টে ১৬৮ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে সবার নজর কেড়েছিলেন পাকিস্তানের তরুণ তুর্কি ফাওয়াদ আলম। কিন্তু তারপরই যেন খেই হারিয়ে ফেলেন। একসময় দলেও নিয়মিত সুযোগ পেতেন না। কিন্তু এবার যখন ফিরলেন অদম্য সেই ফাওয়াদকেই দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেন ফাওয়াদ আলম। ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর এই সেঞ্চুরি হাঁকিয়েই অনন্য এক রেকর্ড গড়েন ফাওয়াদ। দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কারের রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। এছাড়া আরও ভেঙেছেন আরেক ভারতীয় চেতেশ্বর পূজারার রেকর্ডও।এর আগে কিংস্টোনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে শুরুতেই চাপে পড়ে সফরকারী পাকিস্তান। ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। দলের এমন মুহূর্তে ‘ত্রাতা’ হয়ে ওঠেন ফাওয়াদ আলম। দলের ব্যাটিং বিপর্যয় পরিস্থিতি দারুণভাবে সামলে নেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ফাওয়াদ এ নিয়ে ক্যারিয়ারের ১৩ টেস্টের ২২তম ইনিংসে পঞ্চম শতরানের দেখা পেলেন। এশীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করার নিরিখে তিন ভারতীয় তারকাকে পেছনে ফেলেছেন ফাওয়াদ। সুনীল গাভাস্কার ক্যারিয়ারের প্রথম পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেন ২৫টি ইনিংসে ব্যাট করে। সৌরভ ৫টি টেস্ট সেঞ্চুরি করতে খেলেন ২৪ ইনিংস। পূজারা ২৫টি টেস্ট ইনিংসে পাঁচবার তিন অঙ্কের রানে পৌঁছান।পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ইনিংসে পাঁচটি টেস্ট সেঞ্চুরির করার নজিরও এখন ফাওয়াদের দখলেই। এতদিন এই রেকর্ড ছিল ইউনিস খানের। তিনি ২৮টি ইনিংসে ৫টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সাবাইনা পার্কের সেঞ্চুরির সুবাদে টেস্ট শতরানের নিরিখে পাক অধিনায়ক বাবর আজমকেও ছুঁয়ে ফেলেন ফাওয়াদ। বাবর এখনো পর্যন্ত ৩৫টি টেস্টের ৬২টি ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছেন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে শেষমেশ ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে বাবর আজম বাহিনী। এদিকে, তৃতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে কোণঠাসা স্বাগতিক উইন্ডিজ, ৩৯ রান করতে না করতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ক্যারিবীয়ানরা ২৬৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে।মূলত শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপেই ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক দল। ১৮ রান নিয়ে এনক্রুমাহ বীনার ও শূন্য রান নিয়ে আলজারি জোসেফ অপরাজিত রয়েছেন। এই দুজন চতুর্থ দিন আবার ব্যাট করতে নামবেন। রোস্টন চেজ ১০, কেইরন পাওয়েল ৫ ও ক্রেগ ব্রাথওয়েট ৪ রান করেছেন। প্রথম জনের উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। শেষের দুজনই শাহিন শাহর শিকারে পরিণত হন। সব মিলিয়ে ১৯ টেস্টে শাহিন নিলেন ৬৮ উইকেট। রুদ্ধশ্বাস প্রথম টেস্টে ১ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ শেষ দিকে একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১ উইকেট হাতে নিয়ে ৫২ বলে ৩০ রানের বীরোচিত ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচে ব্রাথওয়েট ৯৭ রানে রান আউটের শিকার হন। ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হন জায়দেন সিলস।
সৌরভ-গাভাস্কারদের ছাড়িয়ে অনন্য নজির ফাওয়াদের
0
Share.