স্কুলছাত্রী শ্রাবণী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

0

ঢাকা অফিস: সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণী হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্ধীরা। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিষ্ঠানের প্রধাণ শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্তসহ স্কুলের সহপাঠিরা হত্যার প্রতিবাদ জানান। সেই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয় শ্রাবণীকে।

Share.