বুধবার, জানুয়ারী ২২

স্টোকস আমায় গালাগাল করেছে : সিরাজ

0

স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদ টেস্টের প্রথম দিন ব্যাটে-বলে তেমন উত্তেজনা ছিল না। যতটুকু উত্তপ্ত হয়েছে সেটি কেবল কথায়। ম্যাচের প্রথম দিনই কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। পরে ম্যাচ শেষে সিরাজ জানালেন, স্টোকস নাকি তাঁকে গালাগাল করেছেন।সমস্যা শুরু হয় ইনিংসের ১৩তম ওভারে। শেষ বলে ভারতীয় পেসার সিরাজ বাউন্সার দিলে স্টোকস ভারতীয় পেসারকে উদ্দেশ করে কিছু বলেন। সিরাজ ফেরার সময় কিছু জবাব দিয়ে কোহলিকে বিষয়টি জানান। ওভারের মাঝে প্রান্ত বদল করার সময় কোহলি ও স্টোকসকে তর্ক করতে দেখা যায়। দুই ফিল্ড আম্পায়ার গিয়ে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। দিনের খেলা শেষে সিরাজ জানালেন স্টোকসের সঙ্গে তাঁর কী ঝামেলা হয়েছিল। ভারতীয় পেসার বলেন, ‘মাঠে এসব হয়ই। স্টোকস আমায় গালিগালাজ করে। এরপরই আমি বিরাট ভাইকে বিষয়টা জানাই। তারপর বিরাট ভাই গোটা বিষয়টা সামাল দেন। খুব বড় কিছু নয়।’এ ব্যাপারে প্রশ্ন করা হয় স্টোকসকেও। তবে এই প্রশ্নে কিছুটা বিরক্ত হন ইংলিশ তারকা। তিনি বলেন, ‘ক্রিকেটে এখন ব্যাপারটি এমন হয়ে গেছে যে, দুজন প্রতিপক্ষ পরস্পরের সঙ্গে একটু কথা বললেই অনেক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। লোকে মনে করে, বড় ভুল করছে তারা। কিন্তু এটিকে তো অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায়! দুজন মানুষ, তাদের যা কাজ ও এবং যে দায়িত্ব, সেসবকে গুরুত্ব দিচ্ছে। আমরা প্রবল প্রতিপক্ষ, কেউই পিছু হব না, সেটা যে-ই হোক না কেন। দুজন প্রতিপক্ষ পরস্পরের মুখোমুখি হচ্ছে এবং কেউই পিছু হটছে না, এটা তো দারুণ ব্যাপার। আমাদের কাছে ব্যাপারটি স্রেফ এটুকুই ছিল।’

Share.