স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তাগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে মনিরুজ্জামান ওরফে জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার তাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার বিকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজা বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে । অভিযোগ উঠে, সম্প্রতি কুমারগাতা ইউনিয়নের খুকসিয়া গ্রামের আব্দুল বারেকের পুত্র মনিরুজ্জামান তার স্ত্রীকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন করছে। পরে এ ঘটনা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ নির্যাতনের শিকার আড়াই বছর বয়সী শিশু কন্যার মাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় মনিরুজ্জামানসহ ৬ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করেন মনিরুজ্জামানের শ্বশুর। প্রধান আসামি পালিয়ে যায় বাকিরা আদালত থেকে জামিন নেন। এলাকাবাসী মনিরুজ্জামানকে গ্রেপ্তারের দাবিতে উত্তরবঙ্গ-ময়মনসিংহ সড়কের মুক্তাগাছার মনতলা ব্রিজ এলাকায় মানববন্ধন করে। পুলিশ জানায়, ছয় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর মনিরুজ্জামান মাদকাসক্ত হয়ে পড়ে । পারিবারিক সমস্যা সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করে। বাধা দিলে নির্যাতন চালাতে থাকে । মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামি মনিরুজ্জামানকে বৃহস্পতিবার বিচারের জন্য ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়। বুধবার বিকালে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানায় নিয়ে আসা হয়।

Share.