বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

0

ঢাকা অফিস: রাজধানীর খিলগাঁওয়ের তালতলার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে কাজী মোঃ আরিফিন (২৭) নামের এক যুবকের আত্মহত্যা। শনিবার (১৮ মে) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) তাপস কুমার পাল জানান, আমরা খবর পেয়ে ভোরের দিকে খিলগাঁওয়ের তালতলা জামতলা ৭৮/১৬ নম্বর ৭তলা ভবনে তৃতীয় তলার একটি রুমে ফ্যানে সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তিনি আরো জানান, নিহত পেশায় রেন্ট -এ কারের চালক ছিলেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পারি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। তিনি আরও  জানান, নিহতের গ্রামের বাড়ি, শেরপুর জেলার ঝিরাইগাতী উপজেলার জলগাঁও গ্রামের মতিউর রহমানের সন্তান। বর্তমানে খিলগাঁও তালতলা জামতলা ৭৮/১৬ নম্বর ৭তলা ভবনে তৃতীয় তলায় থাকতেন।

Share.