স্পুটনিক-ভি ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার তৈরী করোনার ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন নিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন শ্রীঘই করোনা ভ্যাকসিন নিবেন। সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন।’এর আগে ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালে অংশ নেন পুতিনের মেয়ে। গেল আগস্টে পুতিন এক অনুষ্ঠানে বলেন, ‘ভ্যাকসিন না নেয়ার কোনো কারণ দেখি না।’দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করে। মস্কোয় সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়।

Share.